ওপার বাংলা থেকে ঘর বাঁধবেন বলে এক টুকরো জমিকে মানুষের ঘর বাড়ি করে তোলার গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের ,বইটা আবার পড়তে বসলাম বীরভূমের লাভপুরের কাছে ছোট্ট গ্রাম চাতরাতে এসে। ঢোকার সময় বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম এ এক অন্য রকম অভিজ্ঞতার সাথে কাটাবো দুটো দিন। শহরের শব্দ, দূষণ আর বানিয়ে-তোলা মানুষের বাইরে ...গোল লাল টেবিলের উপর প্রথম ধাপে এলো এখানের নিজেদের ক্ষেতে তৈরী করা গুড়ের আর ঐ পর পর ফলের ভারে ঝুঁকে পড়া গন্ধরাজ লেবুর শরীর ঠান্ডা করা শরবত।
প্রত্যেক বেলার খাবারে বাংলার গ্রামের অবাক করা ঘরোয়া পদ কাঁসার বাসনে সেজে এলো ..আহা মায়াময় সে পরিবেশন। কলমি,পালং,পুঁইমাচা,লাউ,কুমড়ো, পেঁপে, নিজেদের চাষের পেঁয়াজ, আলু,ঝিঙে, বিউলি, অরহর, গোটা মুগ,সরষে থেকে তেল, ক্ষেতের চালের ভাত এমন কি পায়েসের গোবিন্দভোগে আর গোয়ালের গরুর দুধের পায়েস ...সে এক অদ্ভুত চমক।ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে পুকুরে আর সেই মাছ সরাসরি রান্নার পর পাতে।বাগানের চালতা, কুলের চাটনি,একদিন চুনো মাছের টক। আর সাদা তিল বাটা । চিকেন মটনের ঝোল কি যেকোনো পদ পরিবেশের গুণে অসাধারণ হয়ে উঠলো। বারবার মনে পড়ছে খিঁচুরির আয়োজন ,নিজেদের তৈরি গাওয়া ঘি...পুরো জায়গা জুড়ে নিকোনো গরুর গোয়াল,হাঁসমুরগীর খামার ,খরগোশের খাঁচা, পুকুরের পাড় আর সারি সারি বৃক্ষ জাতীয় গাছ। বাঁশ ঝাড় ও আছে....কালীপুজোর রাতে মেয়ে তো প্লান করেই বসলো ঝাড়ে গিয়ে গান জুড়বে 'ভূতের রাজা দিল বর'...(বলে রাখি রাতের বেলা সত্যি তেনাদের নিয়ে মজা করার সাহস হয়নি। সাপও সন্ধ্যের পর লতা হয়ে গেল। আমরা উপভোগ করলাম নৈশব্দ আর দীপাবলির রাতে অন্ধকারের বুক চেরা আলো। ) গাছের ফাঁকে বন্দুকে তাক করে, পুকুরে নৌকাবিহার অথবা মাছ ধরে কখন যে সময় কেটে যায় ... মাটির বাড়ি থেকে আধুনিক কংক্রিটের থাকার জায়গা আছে। সকালে ধানের ক্ষেতের বুকে সূর্যোদয় আর পাখির কিচিরমিচির আর রাত ঘন অন্ধকার, ডেকে ওঠে মাঝে মাঝে শিয়াল তবে নিশ্ছিদ্র নিরাপত্তায় বেশ গাঢ় গ্রামীণ অনুভূতি। এতো কিছুর পেছনে যারা রয়েছেন, যাঁরা স্বপ্ন দেখেছেন, তিল তিল করে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক মানুষের ঘর বাড়ি, দেখলাম তাদের খুব কাছ থেকে। নিজেদের শহরের অভ্যেস আর স্বাচ্ছন্দ ছেড়ে আলাপি এক অসামান্য দাম্পত্য, সাথে স্হানীয় কিছু সহযোগী আর তাদের আদরের পোষ্য আঁটি। এমন মায়াবী টান চলে আসার পরও টেনে রাখে।...যেন একটা সহজ সরল সিনেমা দেখলাম। পরিচালক অনিকেতদার বানানো ছবি, টানটান বুনোটে এসিস্টেন্ট যোগ্য সহধর্মিণী কলেজের শিক্ষকা সাহানা বৌদি।
লাইট,ক্যামেরা, একশান...
Shilpi Mitra